বাগেরহাট রামপালে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের ফুলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
পেড়িখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে হলে ইসলামি সরকার ব্যবস্থা গঠন করতে হবে। একমাত্র ইসলাম ও আল্লাহ প্রদত্ত বিধানই দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে। পুজিবাদী বিশ্ব ব্যবস্থায় ধনীরা শুধু সম্পদের পাহাড় গড়ে তুলছে আর গরীব শুধু নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা মহান আল্লাহর বিধান নয়।আল্লাহর বিধান হলো সম্পদ যেন গুটি কয়েক লোকের মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা প্রধান সমন্বয়কারী মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মল্লিক আব্দুল হাই,সেক্রেটারি মাওলানা জিহাদুল জ্জামান জিহাদ, মোংলা জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মো.কোহিনুর সরদার, উপজেলা যুব বিভাগের সভাপতি মো.আসাদুজ্জামান আছাদ, ছাত্র শিবির নেতা আহমদুল্লাহ সহ প্রমুখ।
জনসভায় বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।