রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় ভয়াবহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানি কালেক্টর মো. হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে চান্দনা আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় জন মুখোশধারী দুষ্কৃতকারী হঠাৎ মানি কালেক্টর মো. হাবিবুর রহমানকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তিনি আহত হলে দুষ্কৃতকারীরা তার কাছে থাকা নগদ ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার একাধিক কর্মচারী জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। পূর্বপরিকল্পনা অনুযায়ী দুষ্কৃতকারীরা তার গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ ককটেল বিস্ফোরণ ও ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102