তবে এবার টেস্টের আরেক গুরুত্বপূর্ণ রেকর্ডে শচীনকেও ছাড়িয়ে গেছেন রুট—তুলে নিয়েছেন আরও এক অনন্য মাইলফলক।
চলমান ওভাল টেস্টের প্রথম ইনিংসে হয়েও ইনিংস বড় করতে পারেননি রুট। দলের বিপদের সময় তার ব্যাট থেকে বড় রান আশা করেছিল দল। তবে তিনি ২৯ রানের বেশি করতে পারেননি।
এই ইনিংস খেলার পথেই একটি রেকর্ড গড়েছেন রুট। টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডের তালিকায় শচীনকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ ব্যাটার। ইংল্যান্ডের মাটিতে ৭ হাজার ২২০ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে এখন তিনি।
এই তালিকায় সবার উপরে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ৭ হাজার ৫৭৮ রান করেছেন নিজ দেশে। তিনে নেমে যাওয়া টেন্ডুলকারের ভারতে রান ৭ হাজার ২১৬।







