ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
খায়রুল হকের পক্ষে আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিনের আবেদন করে বলেন, এটি হয়রানিমূলক মামলা এবং ঘটনার এক বছর পর মামলা দায়েরের যুক্তিসংগত ব্যাখ্যা নেই। তিনি যুক্তি দেন, ঘটনার দিন খায়রুল হক পুলিশ পাহারায় নিজ বাসভবনে ছিলেন, যাত্রাবাড়ী এলাকায় যাননি এবং ৮১ বছর বয়সে বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।
কিন্তু আদালত এসব যুক্তি গ্রহণ না করে জামিন আবেদন খারিজ করে দেন। খায়রুল হক গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ‘বেআইনি রায়’ ও ‘জাল রায়’ দেওয়ার অভিযোগে দায়ের করা আরেক মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন।
আবদুল কাইয়ুম আহাদ হত্যার ঘটনায় তাঁর বাবা শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।