বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

ঢাকা থেকে সরিয়ে ‘নিরপেক্ষ জায়গায়’ না গেলে যোগ দেবে না ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকায়। তবে এ সভার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, বৈঠকের ভেন্যু পরিবর্তনের জন্য এসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উদ্বেগের’ কারণে আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি সভায় প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক ভারত। বোর্ড সূত্র জানিয়েছে, বিসিসিআই তাদের উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে একটি নিরপেক্ষ ভেন্যুতে সভাটি স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যদি বৈঠকের স্থান পরিবর্তন করা না হয়, সেক্ষেত্রে বৈঠক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বিসিসিআই।

শুধু এসিসির বৈঠক নিয়েই নয়, এর আগে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত করেছে ভারত। আগস্টে সিরিজ খেলতে ভারতের বাংলাদেশের আসার কথা থাকলেও একই ধরনের উদ্বেগের কথা জানিয়ে সেটি এক বছর পিছিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে আগামী সেপ্টেম্বর এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ভারতে। কিন্তু ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। এসিসির আগামী বৈঠকে এশিয়া কাপ আয়োজনের বিষয়টিও ওঠার কথা। কিন্তু বৈঠকের কয়েকদিন আগে বিসিসিআইয়ের এমন অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ায় বদলে যেতে পারে এশিয়া কাপের ভেন্যু। ভারতের পরিবর্তে টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের সম্ভাব্য সময়সূচি উল্লেখ করেছে জিও টিভি। সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে এসিসি।

প্রস্তাবিত সময়সীমা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সুপার ফোরেও দুদলের একটি মুখোমুখি লড়াই দেখা যেতে পারে।

বাহিরে যতই বৈরিতা থাকুক, আইসিসি ও এসিসি’র টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তানের মুখোমুখি ম্যাচ অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো বোর্ডই হাইভোল্টেজ এ ম্যাচ না খেলার আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বার্তা দেয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102