শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজে টিকে থাকার লড়াই আজ (৫ জুলাই)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

প্রথম ম্যাচে শুরুটা ঝড়ো হলেও মাঝপথেই সব এলোমেলো হয়ে যায়। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে ম্যাচ হারে সফরকারীরা। যে হারে সমর্থকরা হতাশ, ক্রিকেট বিশ্লেষকরা হতবাক। চিরাচরিত ব্যাটিং বিপর্যয় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশ দলকে।

তবে সিরিজে এখনো সব শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ম্যাচের আগে আশার কথা শোনালেন ওপেনার তানজিদ হাসান তামিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন। আমাদের বার্তা স্পষ্ট, যারা নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যাবেন, তাদের সময় নিয়ে খেলা উচিত। আর যারা সেট হবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।

প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুটা করেছিল আক্রমণাত্মক ভঙ্গিতে। কিন্তু পরিকল্পনার ঘাটতি, চাপ সামলাতে না পারা ও একের পর এক বাজে শটে সব শেষ। বিপরীতে শ্রীলঙ্কা মাথা ঠাণ্ডা রেখে নিজেদের কাজটা ঠিকঠাক করেছে।

লঙ্কানদের কোচ সনাৎ জয়াসুরিয়া বলেন, বাংলাদেশ শুরুতে চাপে রেখেছিল আমাদের, তবে আমরা বিচলিত হইনি। ম্যাচের মাঝপথে যেভাবে খেলোয়াড়রা দায়িত্ব নিয়েছে, সেটাই ছিল টার্নিং পয়েন্ট। সামনে এমনই মনোযোগ ধরে রাখতে হবে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও এখনো নিশ্চিত নয়। তবে. বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে, তা মানছেন টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102