আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দুই পুরনো মুখ ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত।
দীর্ঘ বিরতির পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ, যিনি সর্বশেষ ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন। সম্প্রতি ওয়ানডে স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। একইভাবে সাইফউদ্দিনও প্রায় ১৪ মাস পর টি–টোয়েন্টি দলে ফিরলেন। তিনি শেষবার জাতীয় দলের হয়ে খেলেন ২০২৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।
এই স্কোয়াডে তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করা হয়েছে বলে মনে করছে বিসিবি।
টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ,রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।