শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

দিয়োগো জোতাকে শেষ শ্রদ্ধা জানানো হবে শুক্রবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মাত্র দুই মাস আগে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের সঙ্গী ও তিন সন্তানের মা রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

ফুটবলজীবনে ও পারিবারিক জীবনে এক উজ্জ্বল অধ্যায়ের পর, বৃহস্পতিবার ভোরে স্পেনে সড়ক দুর্ঘটনায় জীবন গেল এই প্রতিভাবান ফুটবলারের। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন তার ভাই, পেশাদার ফুটবলার আন্দ্রে সিলভাও।

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরার এ-৫২ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্পেনের গার্দিয়া সিভিল জানিয়েছে, ওভারটেক করার সময় গাড়ির চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে গাড়িটি এবং তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্যক্তিগত কাগজপত্র ও গাড়ির নম্বরপ্লেট দেখে প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে জামোরার ফরেনসিক মর্গে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, নিহতরা হচ্ছেন দিয়োগো জোটা (২৮) ও আন্দ্রে সিলভা।

পরবর্তীতে মরদেহগুলো স্পেনের পুয়েবলা দে সানাব্রিয়া শহরে নিয়ে যাওয়া হয় প্রশাসনিক প্রক্রিয়ার জন্য। সেখানে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত আছেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পর্তুগালে ফিরিয়ে নেওয়া হবে।

দিয়োগো জোতা লিভারপুলে পাঁচ মৌসুমে ৬৫টি গোল করে জিতেছেন তিনটি বড় ট্রফি। তার ভাই আন্দ্রে সিলভা খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল পেনাফিয়েলের হয়ে।

এই মর্মান্তিক ঘটনার পর বিশ্বজুড়ে ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ, বাস্কেটবল আইকন লেব্রন জেমস এবং ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়ামসহ অনেকেই শোকবার্তা জানিয়েছেন।

দুই ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার পর্তুগালের গোন্দোমারের সাও কোজমে শহরে শোকানুষ্ঠান (ওয়েক) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সিএনএন পর্তুগাল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102