বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে ৩০তম পুরুষ ও ২৫তম মহিলা জাতীয় ভলিবল প্রতিযোগিতার মূল পর্ব।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৩টায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত পর্বের উদ্বোধন ঘোষণা করবেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
পুরুষ বিভাগে ১০টি দল তিন গ্রুপে ও মহিলা বিভাগে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে মূল পর্বে অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে :
পুরুষ বিভাগ :
ক-গ্রুপ : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা জেলা, কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা
খ-গ্রুপ : বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি, বগুড়া জেলা
গ-গ্রুপ : বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন, বাংলাদেশ আনসার ও ভিডিপি
মহিলা বিভাগ :
ক-গ্রুপ : বাংলাদেশ আনসার ও ভিডিপি, রাজশাহী জেলা, যশোর জেলা
খ-গ্রুপ : বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা, সাতক্ষীরা জেলা