ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি ইসরায়েলের টানা চারদিনের হামলার প্রেক্ষিতে এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা আমাদের হত্যা, হামলা ও নির্যাতনের মাধ্যমে দমন করতে পারবে না। একজন বীর পতাকা ফেললে, শত শত বীর তা তুলে নেবেন।’
তিনি আরও বলেন, ইরানিরা কখনো আগ্রাসনকারী নয়, বরং এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি তিনি জানান, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও চলছে।
গত শুক্রবার ইসরায়েল ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এতে এখন পর্যন্ত ইসরায়েলে ১৮ জন ও ইরানে ২২৪ জন নিহত হয়েছে। চলমান এ পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।