ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা চেয়েছে ইসরায়েল। তবে ওয়াশিংটন এখনই সেই অনুরোধে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল, বার্তা সংস্থা অ্যাক্সিওসের উদ্ধৃতি দিয়ে।
গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে ফোর্ডো পারমাণবিক স্থাপনাটি লক্ষ্য করে যৌথ হামলা চালানোর জন্য। গভীর ভূগর্ভস্থ এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটিতে হামলা চালানো ইসরায়েলের পক্ষে কঠিন বলে দাবি করা হয়।
তবে একজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান করছে— যদি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে।
হোয়াইট হাউজ সূত্রে আরও জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ফোর্ডোতে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। অতীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছিলেন, ‘প্রয়োজনে’ যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে, তবে বর্তমানে এ বিষয়ে কোনো পদক্ষেপ বিবেচনায় নেই।