ইসলামী প্রজাতন্ত্র ইরানে ঈদুল আজহা ও ঈদুল গাদির উপলক্ষে ১,৭০৫ জন বন্দির সাজা মাফ বা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এই সাধারণ ক্ষমা ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-এজেইয়ের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদন করা হয়েছে। ইরানের সংবিধানের ১১০ অনুচ্ছেদের ১১ নম্বর ধারার অধীনে সর্বোচ্চ নেতার এই ক্ষমতা রয়েছে।
প্রতিবছর ধর্মীয় উৎসবগুলো উপলক্ষে বিভিন্ন শ্রেণির অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত বন্দিদের প্রতি মানবিক বিবেচনায় এ ধরনের সাধারণ ক্ষমা প্রদান করা হয়।
ঈদুল আজহা এবং ঈদুল গাদির ইরানে ধর্মীয় দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগ দেশটির বিচারিক ও সামাজিক ব্যবস্থায় দয়া ও সহমর্মিতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।