চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ছিল এবং এটি পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে।
১৩ জুন ভোরে ইসরায়েল তেহরানসহ ৮টি শহরে বিমান হামলা চালায়, যাতে ৭৮ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। এরপর ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে পাল্টা হামলা শুরু করে, যাতে ২ জন নিহত ও ৬৩ জন আহত হন। ইরানের সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের হুমকি থাকলে তাদের ‘দ্য রাইজিং লায়ন’ অভিযান চলবে। ইরানও জানায়, তাদের অভিযানেরও কোনো নির্ধারিত সময়সীমা নেই।