লর্ডসের ফাইনালের মতো এক বিশাল মঞ্চে চোখ ধাঁধানো সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নিজের নাম খোদাই করলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার এইডেন মার্করাম।
এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরিটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, কারণ তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।
এই সেঞ্চুরির মাধ্যমে মার্করাম সেই ১৪ জন খেলোয়াড়ের তালিকায় যুক্ত হলেন, যারা ক্রিকেটের তিন ফরম্যাটের সর্বোচ্চ বৈশ্বিক প্রতিযোগিতার ফাইনালে সেঞ্চুরি করেছেন।
সব মিলিয়ে এই ১৪ জন ব্যাটসম্যান ফাইনালের মঞ্চে ১৫টি সেঞ্চুরি করেছেন।
এর আগে যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল মাত্র ৬১। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রান করেছিলেন প্রয়াত হ্যান্সি ক্রনিয়ে।