ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিমান হামলাকে ‘বড় ভুল’ ও ‘গুরুতর অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, এই হামলার পরিণতি হবে ভয়াবহ এবং জায়নবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। খামেনি আরও জানান, ইরানের সামরিক বাহিনী সম্মুখযুদ্ধে প্রস্তুত এবং ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না।
শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানসহ অন্তত আটটি শহরে বিমান হামলা চালায়, যাতে ৭৮ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়। হামলায় ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়।
এরপর মধ্যরাতে ইরান পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাতে ৪১ জন ইসরায়েলি আহত হয়। খামেনি বলেন, জায়নবাদীদের রক্তচাপ বাড়াতে এবং তাদের জীবন তিক্ত করে তুলতেই এই পাল্টা পদক্ষেপ।