ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মো. তামিম হাওলাদার, পলাশ সরদার এবং সম্রাট মল্লিক। তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
১৩ মে রাতে সাম্য বন্ধুসহ মোটরসাইকেলে ফিরছিলেন। রমনার কালীমন্দির এলাকায় অজ্ঞাত ১০–১২ জন তাদের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে আক্রমণ করে। সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন তার ভাই শাহবাগ থানায় হত্যা মামলা করেন।