শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা : চারজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— রাসেল ও হাসান। একই মামলায় হকার লীগ নেতা আসাদকে খালাস দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পটভূমি:
২০২১ সালের ১৪ অক্টোবর শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে হকার জুবায়ের ছুরিকাঘাতে নিহত হন। তিনি ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, হকার স্বপনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে জুবায়েরকে মারধর ও ছুরিকাঘাত করেন ইকবালসহ অন্য আসামিরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন, যাতে আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102