শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃরংপুরে সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে হাজীরহাট রণচন্ডী ডাক্তারপাড়ার খলিলুর রহমানের ছেলে। রবিউল ইসলাম উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তো বলে জানায় পুলিশ।
হাজীরহাট থানা সূত্রে জানা যায়, বুুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাজীরহাট থেকে মোটরসাইকেলে করে রবিউল ও তার এক বন্ধু শহরের দিকে যাচ্ছিলো। পুরাতন বেতারপাড়া এলাকায় আসলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রংপুর-দিনাজপুর মহাসড়কে পড়ে যায়।
এ সময় পেছন দিক থেকে যানবাহন রবিউলকে চাপা দিলে তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আহত অচেতন রবিউলের বন্ধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিউলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
হাজীরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। নিহত যুবকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমগরে রাখা হয়েছে। অপর যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সে রবিউলের বন্ধু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।