বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করছে ছাত্রদলa

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিয়ে জুলুম-নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের প্রতি সহিংসতা এবং নানা অপরাধের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কলুষিত করেছে তারা।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিবাচক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল এখন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব গঠনের উদ্যোগ নিচ্ছে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে।’

রোববার (২০ এপ্রিল) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন নাসির বলেন, ‘আজকে আপনারা দেখছেন কীভাবে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব নির্বাচনে অন্য কোনো ছাত্রসংগঠন এমনটা করেছে বলে দেশের মানুষ কখনো দেখেনি। সাধারণ ছাত্রদের মতামতের ভিত্ততে ছাত্রদল পরিচালিত হচ্ছে। ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করছে।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী দেশে ইতিবাচক ছাত্ররাজনীতি পরিচালিত হয়ে আসছে। আমরাও ইতিবাচক রাজনীতি শুরু করেছি। খুনি ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতো। শিক্ষাপ্রতিষ্ঠানে নারকীয় তাণ্ডব ও নজিরবিহীন নির্যাতন করেছে।’

‘আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে। পরবর্তীকালে সারা দেশে আড়াই হাজার সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।’

মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীদের খুনি হাসিনা অনেক দূরে রেখেছিল। তাদের প্রতি বৈষম্য তৈরি করা হয়েছিল। সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করে রাখা হতো। বর্তমানে প্রতিটি মাদরাসায় আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দেশে তিনটি নির্বাচন স্বচ্ছ হয়নি। এখন নির্বাচন থেকে মানুষের ভুল ধারণা দূর করতে আমাদের এ আয়োজন। দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ উৎসুক হয়ে আছে। এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু হবে। সাড়ে ১৫ বছর ধরে নারীদের পিছিয়ে রাখার প্রবণতা ছিল। প্রতিটি ইউনিটে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকতে হবে। নারী শিক্ষার্থীদের পিছিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে।’

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

প্রায় দুই যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102