চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) সকালে ভার্চুয়াল শুনানি শেষে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার পুলিশের পক্ষ থেকে আলিফ হত্যা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ মোট চারটি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সোমবার হয়েছে হত্যা মামলার শুনানি, বাকি তিন মামলার শুনানি হবে মঙ্গলবার।
সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে আছেন। নিরাপত্তা বিবেচনায় তাঁকে শারীরিকভাবে আদালতে হাজির না করে জেলখানা থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়ের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার চার দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০–১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় আইনজীবীদের ওপর হামলার অভিযোগে আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
এছাড়া পুলিশের কাজে বাধাদান এবং হামলার ঘটনায় কোতোয়ালি থানায় আরও তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।