শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
তাঁরা হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর থেকে দুই ট্রাকভর্তি ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ধানের মালিক আবু বকরের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।
এ সময় ধানের মালিক ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধানের মালিক আবু বক্কর বলেন, ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন।
সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102