ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স করা দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিএনএমসি প্রাঙ্গণে সাধারণ নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে নগরীর শিববাড়ী মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এতে খুলনা নার্সিং কলেজ, সিটি নার্সিং কলেজ, গাজী নার্সিং কলেজ, মমতা নার্সিং কলেজ, এশিয়ান নার্সিং কলেজ, রূপসা নার্সিং কলেজ, নিউ সিটি নার্সিং কলেজ, স্ট্যান্ডার্ড নার্সিং কলেজ এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজসহ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী শাহাদাত ইমন, আমিনুল সরদার, মুসলিম আহমেদ, অয়ন সরকার প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা পড়ালেখা শেষ করে অসুস্থ মানুষের সেবা করলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এ বিষয় নিয়ে সরকারের কাছে বারবার দাবি জানালেও তা পূরণ হয়নি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা ঢাকামুখী লং মার্চেরও ঘোষণা দেন।