বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক অংশীদারিত্বকে চ্যাম্পিয়ন করার জন্য শীর্ষ মার্কিন সংস্থাগুলি আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার অটোরিকশা চলাচল বন্ধে সব প্রধান সড়কে ট্র্যাপার লাগানো হবে বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা ঢাকায় মহাসমাবেশের তারিখ ঘোষণা হেফাজতের কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন হতে ১১০ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারী আটক স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক সয়াবিন তেলের দাম নিয়ে টানাপোড়েনে বাণিজ্য উপদেষ্টা বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না : প্রধান উপদেষ্টা

বিশ্বকাপ বাছাই খেলতে দেশ ছাড়ল টাইগ্রেসরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া ১০টার বিমান বাংলাদেশের ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে জ্যোতির দল।

দেশ ছাড়ার আগমুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

এর আগে গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক জ্যোতি। তখন তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’

প্রসঙ্গত, এবারের নারী বিশ্বকাপ বাছাইপর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বাছাইপর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

আগামী ১০ এপ্রিল বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102