শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :

দিনাজপুর উপ নির্বাচনের ভোট গ্রহন চলছে।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

মোঃ আরমান হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ আজ ২০ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন শুরু হয়েছে সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহন শুরু হলেও ভোটারদের উপস্তিতি কম দেখা গেছে। সকাল ৯টায় সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটাররের সংখ্যা ছিল বেশী।

তবে সুষ্ঠু শান্তিপূণ এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহন অনুষ্ঠানে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন অফিস।

শুণ্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগের দুই গ্রুপ সমর্থিত দুই প্রার্থী চশমা প্রতিকে রায়হান কবির সোহাগ এবং উড়োজাহাজ প্রতিকে ইবনে আজিজ চঞ্চল এবং সতন্ত্র প্রার্থী হিসেবে টিউবওয়েল প্রতিকে উত্তম কুমার রায়। বিরতীহিনভাবে সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

সদরে ভোটার সংখ্যা ৩লাখ ৬৪ হাজার ৫০৩জন। এর মধ্যে ১লাখ ৮৩ হাজার ৯১৫জন নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৮১ হাজার ৫৮৮জন। ১২৮টি কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্নে ১৫জন ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে আনসার পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি এবং ৬ প্লাটুন র‌্যাব সদস্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102