শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :

আমতলীতে দূর্গা পূজার প্রস্তুতির শেষ পর্যায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

সজীব আহমেদ বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে স্বাস্থ্য বিধি মেনে করোনা মহামারি থেকে বিশ্ববাসিকে মুক্তির প্রার্থনা জানিয়ে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি এগিয়ে চলছে। ব্যাস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। প্রতিটি মন্ডপে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ।সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিধিমত উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনিয় প্রস্তুতি নিচ্ছে।পুলিশ প্রশাসনও স্বাস্থ্য বিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের সকল ধরনের উদ্যোগ নিয়েছে।

আগামী ২২ অক্টোবর থেকে ৫দিন ব্যাপী এই উৎসব শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। করোনা মহামারির কারনে এবছর জাঁকজমক হচ্ছে না কোন মন্ডপে। মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারন করছে। আয়োজকরাও ব্যস্ত সফলভাবে পূজা আয়োজনের কাজে। পৌর শহরে ৪টি সহ মোট ১২ টি পূঁজা মন্ডপ স্থাপিত হচ্ছে। প্রতিমাশিল্পীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও বাড়েনি তাদের মজুরী। এবছর করোনার কারণে আয়োজকরা পূঁজা মন্ডপে কাজ কম করাচ্ছে।

 

পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হরিহর চন্দ্র দাস জানান, এবছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজা অনুষ্ঠানের সকল পস্তুতি নেয়া হচ্ছে।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, পূজা আয়োজনে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার ব্যাপারে তারা সতর্ক থাকবেন। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সকলের কাছে আহবান জানানো হয়েছে। শান্তি শৃংখলা রক্ষায় মন্ডপ গুলোতে সরকারি এবং স্থানীয় উভয় পর্যায়ের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে।

গত বছর উপজেলায় ১৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এবছর করোনার কারণে তা থেকে কমে ১২ টি পূজা মন্ডপ স্থাপিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102