শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারত ম্যাচের মূল দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। জাতীয় দলের জন্য পুরোপুরি তৈরি হতে তার আরও কিছুটা সময় প্রয়োজন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ফাহমিদুলের বাদ পড়া নিয়ে ক্ষোভ জানিয়েছে দেশের ফুটবল সমর্থকদের একাংশ।

সমর্থকদের সে অংশটি ফাহমিদুলের বাদ পড়ার পেছনে ‘সিন্ডিকেট’কে দায়ী করছে। এবার সিন্ডিকেট প্রসঙ্গ উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কণ্ঠেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা সিন্ডিকেটের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন।

বুধবার  দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

ফাহমিদুলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102