রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃরাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নের ৫ নংওয়ার্ডের গৃহ বধুকে ধর্ষণের অভিযোগে নবিন প্যাদা (৪৫)নামের এক যুবক কে গ্রেফতার করেছে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত নবিন প্যাদা চরমোন্তাজ ইউনিয়নের বাইলা বুনিয়া গ্রামে কৃষি ও মাছ ধরার কাজ করেন। তিনি ওই এলাকার মৃত নুরু প্যাদার ছেলে।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলা বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হালিমা বেগম বলেন আমি রাতে খাবার দাবার শেরে আমার ৬ বছরের শিশুকে নিয়ে শুয়ে পড়ি। রাত ১২ টার দিকে নবিন প্যদা আমার ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেস্টা করে, একপর্যায়ে আমার ছেলে ডাকচিৎকার করে, শিশুর চিৎকার শুনে লোকজন ছুটে এসে নবিন প্যাদাকে আটকে রাখে।
চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের এস আই বিল্লাল হোসেন বলেন, অভিযুক্ত নবিন প্যাদা নিজ গ্রামে কৃষি ও মাছ শিকারের কাজ করেন ।
তিনি আরও বলেন গ্রেফতারকৃত নবিন প্যাদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে রাঙ্গাবালী থানায় হস্তান্তর করা হয়েছে ।