বরগুনা সদর থানা প্রতিনিধি মোঃ তামিম মাহমুদঃকেওড়াবুনিয়া এছহাকিয়া মাদ্রাসা থেকে দাওয়াতি মাসের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- এইচ এম আহমাদুল্লাহ-সাধারণ সম্পাদক,ইশা ছাত্র আন্দোলন বরগুনা জেলা।
আরো উপস্থিত ছিলেন:- এম মাহদী হাসান আল হাদী-জেলা কওমী মাদ্রাসা সম্পাদক ও সভাপতি,সদর উপজেলা শাখা।
মু.আরিফুল ইসলাম রশিদী-জেলা শুরা সদস্য। মু. ওয়ালিউল্লাহ সাইদ-সাধারণ সম্পাদক,বরগুনা সদর।
দাওয়াতি কার্যক্রম পরিচালনা শেষে প্রধান অতিথি কেওড়াবুনিয়া মাদ্রাসা কমিটি ঘোষনা করেন:-
১, সভাপতি:-মু.হাবিবুর রহমান।
২,সহ-সভাপতি:-মু.শাকিল হোসাইন।
৩, সাধারণ সম্পাদক:-মু. নুর হোসাইন নুরানী।