বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। সাদিম মৃধা (২৯), ২। আল আমিন (৪০), ৩। আকাশ ওরফে পান্না (৩০), ৪। লিটন (৩৮), ৫। মোকাম্মেল (২২), ৬। কাল্লু (৩৫), ৭। রুবেল (৩০), ৮। আমিন (২৫), ৯। রফিক (২১), ১০। ইয়ামিন (১৯), ১১। আশিকুর (২৩), ১২। শাহিদুজ্জামান (৩৫) ও ১৩। জুবায়ের (২৭)।
সোমবার (১৭ মার্চ ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।