মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫ খ্রি.) সকালে কর্নেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি এর নেতৃত্বে কাদিরাবাদ সেনানিবাস হতে সশস্ত্র বাহিনী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৭২ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উক্ত প্রশিক্ষণার্থীদের বোম ডিসপোজাল ইউনিট এর কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সকল ধরনের ইকুইপমেন্ট সংক্রান্তেও ধারনা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সিটিটিসি’র বোম ডিসপোজাল ইউনিটের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

এরূপ পরিদর্শনের ফলে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর সাথে সিটিটিসির পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উভয় ইউনিটের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।

পরিদর্শনকালে সিটিটিসির উর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102