দুর্ধর্ষ আর্মেনিয়ান গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে দুটি ধারালো চাপাতি, চারটি দেশীয় তৈরি বিশেষ ধরণের অস্ত্র, একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের লম্বা সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
আসামিরা হলেন মো. সাকিব ও মো. ফারহান খান, সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ ও মুশফিকুর রহমান জারিফ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার বলেন, শনিবার রাতে এ গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি মো. সাকিব ও মো. ফারহান খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২-১৩ জন অজ্ঞাতপরিচয় ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে তাদের তথ্য মতে সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ ও মুশফিকুর রহমান জারিফ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, আসামিরা নিজেদের দুর্ধর্ষ আর্মেনিয়ান গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।