মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

হিজবুত তাহ্‌রীরের সংগঠকসহ গ্রেফতার ৩৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলামসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৮ মার্চ) এ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত দলটির সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চলমান রয়েছে। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত এই ৩৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হিজবুত তাহ্‌রীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের হয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেফতার করা হবে।

এদিকে, হিজবুত তাহ্‌রীরের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংগঠনটির সমর্থকরা বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয়। জুমার নামাজের পর তারা মিছিল শুরু করে। সে সময় তারা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এর কিছু সময় পর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

তুরস্কে খিলাফত পতনের ১০১ বছরের প্রেক্ষাপটে হিযবুত তাহ্‌রীর এই ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ডাক দেয় বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102