নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের তিন সদস্যকে মোবাইল বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর এলাকার সেলিম আবাসিক এলাকার বেলায়েত হোসেনের বসত বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
শনিবার (৮ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) মোহাম্মদ ইব্রাহীম।
গ্রেফতাররা হলেন— কক্সবাজারের সদর উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাফর (৩০), মো. ফজলে করিমের ছেলে মো. সাব্বির আহমদ প্র. ছাব্বির আহম্মদ অভি (৩০), নুর মোহাম্মদের ছেলে মো. আব্দুর রহিম (২৯)।
পুলিশ জানায়, আসামিরা নোয়াখালী পৌর এলাকার সেলিম বেলায়েত হোসেনের বসত বিল্ডিংয়ের নিচ তলার উত্তর পাশের কক্ষে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯টি বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার চোরচক্রের সদস্য। দীর্ঘদিন থেকে তারা এ পেশার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।