কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ০২ টি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ ঘটিকায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড, মনোহারকালী এলাকায় অবৈধ অস্ত্রের খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী একটি সেকশন উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযানে দুষ্কৃতিকারীগণের ফেলে যাওয়া ০১ টি এক নলা বন্ধুক, ০১ টি শটগান ও ০৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয় যা পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।