শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারের জন্য মুশফিককে বিসিবির শুভেচ্ছাবার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার পর মুশফিকুর রহিমকে তার অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দশক ধরে বাংলাদেশের ওডিআই ক্রিকেটে অসাধারণ সেবা প্রদানের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি।

বিসিবি মুশফিকুর রহিমের অবিশ্বাস্য নিষ্ঠা, আবেগ এবং পেশাদারিত্বের প্রশংসা করে জানিয়েছে, ব্যাট ও উইকেটের পিছনে তার পারফরম্যান্স বাংলাদেশের ওডিআই ক্রিকেটের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকুরের প্রশংসা করে বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা এবং অদম্য সংকল্প এমন উদাহরণ হিসেবে থাকবে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের সেরা ওডিআই মুহূর্তগুলোর কথা বলতে গেলে তার নাম সবসময় উজ্জ্বল থাকবে। ১৯ বছর ধরে সর্বোচ্চ স্তরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং চরিত্রের কথা বলে।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে তার এখনও ক্রিকেটে দেওয়ার অনেক কিছু আছে, এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে নতুন মানদণ্ড স্থাপন দেখতে আগ্রহী।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ (২৭৪) খেলার রেকর্ড মুশফিকের।

৭,৭৯৫ রান নিয়ে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। উিইকেটের পিছনে নিয়েছেন ২৪৩টি ক্যাচ এবং করেছেন ৫৬টি স্টাম্পিং। তিনি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল উইকেটকিপার। ৩৭টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন।খেলেছেন পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102