রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের আইসিটি ভবনের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আব্দুল মান্নান (৬১) নামে এক টেইলার্স ব্যবসায়ী নিহত। নিহত আব্দুল মান্নান গাইবান্ধা সদরের পলাশ পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে হাজারীবাগের জিগাতলায় ভাড়া থাকেন।
মঙ্গলবার রাত পৌনে সাতটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার উপ পরিদর্শক (এসআই)শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আজ রাত পৌনে দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
তিনি আরো জানান, আমরা ঘটনাস্থলে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি নিহত ব্যক্তিটি একটি টেইলার্সের মালিক ছিলেন। আজ রাতের দিকে বাসায় ফেরার পথে এলিফ্যেন্ট রোডের আইসিটি ভবনের বিপরীত পাশে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।