সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাগেরহাটের তরুণ সাংবাদিক তরিকুল মোল্লা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার রমানাস্থ্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জমকালো আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তার।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক দেশ বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি বাগেরহাটের তরুণ সাংবাদিক তরিকুল মোল্লা কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে।

সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত সাংবাদিকদের ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রদানের পাশাপাশি আয়োজনটিতে সারাদেশের সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়েছে।

গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যাক্তিত্ব শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বন্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে নিবেদিত হয়ে কাজ করছে আমাদের এই সংগঠন। সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের সহযোদ্ধারা। সারাদেশে এমন বহু কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। আজ সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও শত শত সাংবাদিকদের মিলনমেলায় এই অনুষ্ঠানটি সফল হয়েছে।কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102