সুভাষ চন্দ্র, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন, ইউএনও নুর-এ-জান্নাত রুমি। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম রাসেল, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী, ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক মণ্ডল প্রমুখ।
এছাড়া কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও নারী অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানেটারি টাওয়াল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচির উদ্বুদ্ধকরণ সভা, দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী ২০২১-২২ চক্রের উপকারভোগী বাছাই/নির্বাচন অবহিতকরণ সভা ও আরডিআরএস বাংলাদেশ এর কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।