এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর বেশিরভাগ টিকেট অনলাইনে বিক্রি করার কথা বলা হয়েছে। তবে বাস্তবে তার প্রমাণ মিলছে না। মিরপুরে মাঠের পাশের বুথেও টিকেট না পেয়ে বিসিবির গেইটে বিক্ষোভ করেছেন দর্শকরা।
রবিবার সকালে বিসিবির এক নম্বর গেইটের সামনে শতাধিক মানুষ টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন। এ সময় তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয় দেন।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম একাধিকবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বিপিএলের বেশিরভাগ টিকেট বিক্রি করা হবে অনলাইনে। একই কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। গত ৩০ অক্টোবর বোর্ড সভায় বিপিএলের এগারতম আসরের টিকেট সম্পূর্ণ অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল।
তবে বিসিবির টিকেটিং কমিটির সদস্য সৈয়দ আলি আসাফ জানিয়েছেন, বেশিরভাগ টিকেট আসলে অফলাইনেই থাকবে। ৩০ থেকে ৩৫ শতাংশ টিকেট অনলাইনে থাকবে। কারণ অনলাইনে অভ্যস্ত হতে মানুষেরে এখনো সময় লাগবে।
তিনি আরও জানান, এবার বিপিএলের টিকেট বিক্রির সমস্ত দায়িত্ব মধুমতী ব্যাংককে দেওয়া হয়েছে। ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে টিকেট, ‘মধুমতী ব্যাংক নির্ধারিত ব্রাঞ্চ থেকে, ব্যাংক বুথ করবে মাঠের কাছেও।’
টিকেট পাওয়া যাবে www.gobcbticket.com.bd সাইটে। এই সাইটে গিয়ে পুরো তথ্য দিয়ে নিবন্ধন করে পরে টিকেট কাটার চেষ্টা করতে হবে।