অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিগত সময়ে ৩ হাজার প্লাস অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেগুলোকে আমাদের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সীমিত সংখ্যক সাংবাদিকদের অস্থায়ী পাস দেয়া হবে বলেও জানান তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয় গেটে এসব বলেন তথ্য উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না।এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে। একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল (সোমবার) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন।
তিনি আরও বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, অধিকাংশই ভুয়া। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে তার মাধ্যমে স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে নয়তলা একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনার পর থেকে সচিবালয়ে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কমিটি কাজ করছে। এরপরে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডও বাতিল করা হয়।