মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

বাংলা নববর্ষ পালনে তারাকান্দা উপজেলা বিএনপির প্রস্তুতী সভা 

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
পহেলা বৈশাখ বরণে নানা কর্ম পরিকল্পনা  ও বাংলা নববর্ষ পালনে তারাকান্দা উপজেলা বিএনপির প্রস্তুতী সভা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পহেলা বৈশাখ বরণে নানা কর্ম পরিকল্পনা  ও বাংলা নববর্ষ পালনে তারাকান্দা উপজেলা বিএনপির প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল ( শনিবার)  বাদ আসর হতে তারাকান্দা উপজেলা ঈদগাহ মাঠে এই প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময় বাংলার কৃষকরা চৈত্রমাসের শেষদিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূ-স্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভদিন হিসেবে পালিত হতে থাকে।
এটি মূলত সর্বজনীন লোকজ মেলা। এ মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু-কিশোরদের খেলনা, মহিলাদের সাজ-সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন: চিড়া, মুড়ি, খৈ, বাতাসা, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহ থাকে মেলায়। মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে।
 বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক ও লোকনর্তকদের উপস্থিতি থাকে। তাঁরা যাত্রা, পালাগান, কবিগান, জারিগান, গম্ভীরা গান, গাজীর গান, আলকাপ গানসহ বিভিন্ন ধরণের  লোকসঙ্গীত, বাউল-মারফতি-মুর্শিদি-ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গান পরিবেশন করেন।
লাইলী-মজনু,  ইউসুফ-জুলেখা, রাধা-কৃষ্ণ প্রভৃতি আখ্যানও উপস্থাপিত হয়। চলচ্চিত্র প্রদর্শনী, নাটক,  পুতুলনাচ, নাগরদোলা, সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ। এছাড়া শিশু-কিশোরদের আকর্ষণের জন্য থাকে বায়োস্কোপ। শহরাঞ্চলে নগর সংস্কৃতির আমেজেও এখন বৈশাখী মেলা বসে এবং এই মেলা বাঙালিদের কাছে এক অনাবিল মিলন মেলায় পরিণত হয়। বৈশাখী মেলা বাঙালির আনন্দঘন লোকায়ত সংস্কৃতির ধারক।
১লা বৈশাখ উৎযাপন উপলক্ষে তারাকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান,তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক,(ফুলপুর তারাকান্দার)  আসনের নমিনেশন প্রত্যাশী  জননেতা মোতাহার হোসেন তালুকদার সাহেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102