শ্রী মিহির কুমার রায়, চিরিরবন্দর( দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে ৯ নং ভিয়াইল ইউ পির রামদেবপুর গ্রামের নিজ উদ্যোগে ও অর্থায়নে গলাহার সমর বাবুর বাজার হইতে নানিয়াটিকর(কাচারীদিঘী)বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়।গলাহার সমর বাবুর বাজার হইতে নানিয়াটিকর বাজার পর্যন্ত রাস্তাটি বর্ষাকালে বৃষ্টির কারনে অতিরিক্ত মাত্রায় কাঁদার জন্য জন সাধারণ যানবাহন চলাচল বা হেঁটে যাওয়া খুবই কষ্টসাধ্য।
এসময় রামদেবপুর গ্রামের কৃতি সন্তান সমাজ সেবক পরিতোষ ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের মালিক শ্রী পরিতোষ চন্দ্র রায় কিছু ঐ গ্রামের লোকজনকে উৎসাহিত করেন। উক্ত গ্রামের লোকজনের কাছে টাকা তুলে ১০ গাড়ি ইটের রাবিসের ব্যবস্থা করেন।
এসময় শ্রী পরিতোষ চন্দ্র রায় জানান আমাদের যোগাযোগের রাস্তাটির বিশেষ প্রয়োজন তাই আমরা ইউ,পি চেয়ারম্যান কে বিভিন্ন মাধ্যম দিয়ে জানাই বিশেষ অসুবিধার কারনে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামত করি।
আবারো অত্র গ্রামের কৃতি সন্তান ও জন দরদী শ্রী বাবলু চন্দ্র রায় আমাদের এই রাস্তাটি চলাচলের অনেক অসুবিধা ও কষ্টসাধ্যকর হয়ে পড়ে। সবচেয়ে বিপদজনক রাস্তাটি রামদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কোলঘেঁষা রাস্তাটিতে অনেক কাঁদা।এই দূর্ভোগকের জন্য রাস্তাটি নিজ উদ্যোগে মেরামত ও সংস্কার করি।
০৯ নং ভিয়াইল ইউনিয়ন রামদেবপুর গ্রামের অনেক লোক জন রাস্তা সংস্কারের সহোযোগিতা করেন।
এলাকাবাসী জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া রাস্তাটি আমরা পাকা রাস্তা হিসেবে দেখতে চাই ও স্থানীয় জনপ্রতিনিধি, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অবহেলিত রাস্তাটি সংস্কার করতে সুদৃষ্টি কামনা করছি।
এএসবিডি/আরএইচএস