শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

বিদ্রোহ প্রত্যাহার করলেন নারী ফুটবলাররা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদ্রোহ প্রত্যাহার করলেন নারী ফুটবলাররা।

পিটার বাটলার ও ১৮ জন নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল। সেটা আপাতদৃষ্টিতে অবসান হয়েছে। বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে বলে জানিয়েছেন, বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

রবিবার বাফুফে ভবনে বিদ্রোহী মেয়েদের সঙ্গে সভা করেছেন কিরণ। সেখানেই বিদ্রোহের অবসান হয়েছে বলে বাফুফের এই  অন্যতম সদস্য জানিয়েছেন। তবে সাবিনাসহ অন্যরা এখনই বাটলারের অধীনে অনুশীলনে ফিরছেন না। আপাতত ছুটিতে যাবেন সবাই। তারপর ফিরে এসে নতুন করে অনুশীলনে যোগ দেবেন।

সাবিনাদের সঙ্গে সভা করে কিরণ রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,‘আমাদের চেষ্টা অব্যাহত ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও বসেছিলাম। বসার পর বলতে পারি মেয়েরা অনুশীলনে ফিরছে। তবে এখনই ফিরবে না। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হয়ে যাবে। এলে সবার জন্য বন্ধ হবে ক্যাম্প। সিনিয়র খেলোয়াড়রা ব্রেক চাইছে।  ওদের জন্য ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে অনুশীলন করবে। এর আগে আমরা যা করবো বাফুফে, কোচ ও খেলোয়াড় সহ  সবার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটিয়ে দেওয়া হবে।’

বিরতি থেকে ফিরে এসে সাবিনারা অনুশীলন সহ কেন্দ্রীয় চুক্তিতে আসবেন বলে কিরণ জানিয়েছেন। তার ভাষায়,‘যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো। মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।’

এর ফলে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বাটলার যে নতুন এক দল নিয়ে যাচ্ছেন, সেটা আজই নতুন করে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102