রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩।

বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ ভাই বোন নিহত হয়েছে এবং ৩ জন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী GMS পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮ নং গাড়িটি) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন এবং ঘটনাস্থলেই দুই ভাই বোনের মৃত্যু হয়।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন ও ইজিবাইক থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102