খুলনার রূপসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামালবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২টার দিকে রূপসা নদীর রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ এম ভি সেভেন সার্কেল-২৩ রূপসা নদীর রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যে কারণে জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে।