শ্রী মিহির কুমার রায়,চিরির বন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা চিরিরবন্দরে ০৪ নং ইসবপুর ইউনিয়নে দগড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে গোলপোস্ট না থাকায় অত্র ইউনিয়নের কৃতি সন্তান,বিন্যাকুড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ইয়াকুব আলী গোলপোস্ট সংস্কারের জন্য ইট প্রদান করেন।
এসময় মোঃ ইয়াকুব আলী জানান, ফুটবল খেলা সারা বিশ্বের জনপ্রিয় খেলা। দগড়বাড়ী সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে দগড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে কোন প্রকার ফুটবল খেলার গোলপোস্ট না থাকায় আমি এবং আমাদের ইউনিয়নের আগ্রহী ব্যক্তি বিভিন্ন প্রকার সামগ্রী দিয়ে খেলার গোলপোস্ট তৈরি করার আগ্রহ করি যাতে আমাদের এলাকার ছেলে মেয়েরা এই মাঠে ফুটবল খেলাতে আগ্রহী হয়।
অত্র খেলার মাঠ টি সংস্কারের জন্য রড, সিমেন্ট,বালু ও শ্রমিক খরচ হিসেবে দেন বিন্যাকুড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জনাব মোঃ মোকছেদুল ইসলাম মোকছেদ।তিনি জানান দগড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ টি অনেক অবহেলিত, আমাদের গ্রামের আশেপাশের ছেলে মেয়েরা এই মাঠে আনন্দ বিনোদন খেলাধুলা করে থাকেন তাই আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই ও অন্যদের সহযোগিতা কামনা করছি।
এসময় দগড়বাড়ী সবুজ সংঘ ক্লাবের সভাপতি ও ফুটবল খেলোয়াড় টিমের অধিনায়ক জনাব মোঃ বাবুল হোসেন জানান উক্ত খেলার মাঠ সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও মাননীয় সংসদ সদস্য সুদৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
এলাকাবাসী জানায় দগড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ টি যাতে সংস্কার করা হয় এবং কি জানান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ বলে মাঠটি সংস্কারের দাবি করেন।
এএসবিডি/আরএইচএস