মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন বিভাজন সৃষ্টি করেনি : শামীম কুয়েটে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ হয়ে হাসপাতালে একজন গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির যৌথ সভা শুরু মশকনিধন কার্যক্রম মনিটরিংয়ে সেনাবাহিনী ১০ বছেরও নির্মিত হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স সেবা বঞ্চিত গুইমারা’র ৮০ হাজার মানুষ শেখ হাসিনার ডিগ্রি বাতিল করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়? হাবিবুর নাহার সহ ১৬৯ জন আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি আজকের তরুণদের পেছনে ফেলে আসা উচিত নয় : প্রধান উপদেষ্টা

তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত।

রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আলেম-ওলামাদের সঙ্গে কোনও ধরনের সংঘাত যাতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দরবার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে দরবারের পীর ও শাহ সুফি হজরত সৈয়দ জাকির শাহের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গত ২৭ জানুয়ারি প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দা কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে ফার্মগেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা দরবার শরিফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা নানা স্লোগান দেন।

পরে উত্তেজিত ওরসের গেট ও প্যান্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালায়। আলেমরা তাতে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে পরে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীরা।

আগামী বৃহস্পতি ও শুত্রবার (৩০ ও ৩১ জানুয়ারি) ফার্মগেট ৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২০১৭ সালে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক কুতুববাগ দরবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন, ঢাকার মধ্যে কোনও ওরস করতে দেওয়া হবে না। কিন্তু মেয়রের মৃত্যুর পর ফার্মগেটের পার্কে ওরসের আয়োজন করে কুতুববাগ দরবার শরীফ। পরে ২০১৭ সালের ১৭ ডিসেম্বর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওরসের তোরণ ভেঙে দিয়ে আবারও জানিয়ে দেয়, ঢাকায় এ ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102