মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির যৌথ সভা শুরু মশকনিধন কার্যক্রম মনিটরিংয়ে সেনাবাহিনী ১০ বছেরও নির্মিত হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স সেবা বঞ্চিত গুইমারা’র ৮০ হাজার মানুষ শেখ হাসিনার ডিগ্রি বাতিল করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়? হাবিবুর নাহার সহ ১৬৯ জন আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি আজকের তরুণদের পেছনে ফেলে আসা উচিত নয় : প্রধান উপদেষ্টা ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও সিটি কলেজ সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি

শাহবাগে তৃতীয় দিনের মতো ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
ছবিঃ সংগৃহীত।

শাহবাগে তৃতীয় দিনের মতো ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আবার অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। গতকালের মতো আজ মঙ্গলবার (জানুয়ারি ২৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। এনিয়ে দশম দিনের মতো তাদের কর্মসূচি চলছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আছেন। এই নিয়ে টানা তিন দিনের মতো সেখানে অবস্থান করছেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে অনাহারে মরতেও প্রস্তুত তারা। তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না। প্রায় ৪০ বছর ধরে আমাদের কোনো বেতন হয় না। আমরা খুবই কষ্টে আছি। এজন্যই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি।

সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ আছে।

গত রোববার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102