শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

আগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে আজ এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চলতি ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরই তিন দলকে নিয়ে মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। তিন দল প্রথম পর্বে দুবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল।

মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নারী বিপিএল ভূমিকা রাখবে বলে আশাবাদী ফাহিম, ‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি, টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি, এটি নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

আলোচনায় থাকা টুর্নামেন্টটি নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন ফাহিম, ‘আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা (নারী বিপিএল) করব। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের মধ্যে।’

দল কম হওয়া প্রসঙ্গে মানসম্পন্ন ক্রিকেটারের কথা উল্লেখ করলেন ফাহিম, ‘আমাদের দেশে নারী ক্রিকেটারদের মানসম্পন্ন জোগানের ঘাটতি রয়েছে। তাই আপাতত তিন দল নিয়েই লিগ শুরু করছি। বেশ কিছু প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহ ও যোগ্যতা যাচাই করে দ্রুতই তিন দলের নাম ও মালিকানা চূড়ান্ত করা হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102