ঢাকার মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর আদম আলী (৫৫) নামের সিএনজি আরোহী এক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। নিহত আদম আলী সিএনজিতে করে তার ভাতিজাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আদম আলী নবীনগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
তার আরেক ভাতিজা মাসুম বলেন, “গতকাল গ্রামের বাড়িতে আমার চাচাতো ভাই শাকের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে চাচা প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে যান। পরে সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে আসাদ গেট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা অন্যান্যরা সামান্য আহত হলেও গুরুতর আহত হন আমার চাচা আদম আলী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৩০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যবসায়ীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।